ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘সরকারের নিরপেক্ষতা নিয়ে মানুষের মনে সন্দেহ ঢুকেছে’

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩১, ১৯ ফেব্রুয়ারি ২০২৫  
‘সরকারের নিরপেক্ষতা নিয়ে মানুষের মনে সন্দেহ ঢুকেছে’

বুধবার নোয়াখালীতে জেলা বিএনপি আয়োজিত জনসমাবেশে বক্তব্য দেন আমীর খসরু মাহমুদ চৌধুরী

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “আপনাদের নিরপেক্ষতা নিয়ে মানুষের মনে সন্দেহ ঢুকেছে। উপদেষ্টাদের কথাবার্তায় মনে হয়, তারা কোনো একদিকে ঝুঁকে যাচ্ছেন। সেই সন্দেহের উদ্রেক যদি হয় বাংলাদেশের জনগণের কাছে, তাহলে আপনাদের কোনো গ্রহণযোগ্যতা থাকবে না। এদেশ পরিচালনা করতে হলে জনগণের ম্যান্ডেট নিতে হবে।”

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে নোয়াখালীতে জেলা বিএনপি আয়োজিত জনসমাবেশে তিনি এসব কথা বলেন। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলার উন্নয়ন ও দ্রুত সময়ের মধ্যে সংসদ নির্বাচনের দাবিতে নোয়াখালী জেলা বিএনপি সমাবেশের আয়োজন করে।  

আরো পড়ুন:

আমীর খসরু বলেন, “সংস্কারের গল্প বলে সময় ক্ষেপণের সুযোগ নেই। নতুন নতুন অনেক কথা শুনছি। কখনো বলে আনুপাতিক হারে নির্বাচন, কখনো বলে, আগে স্থানীয় সরকার নির্বাচন, এরপরে জাতীয় নির্বাচন। আবার শুনি, তারা সংস্কার করে যাবে, শেখ হাসিনার বিচার শেষ করে যাবে। এ সমস্ত কথা বলার সুযোগ নেই। তাদেরকে সেই জায়গায়, সেই দায়িত্ব কেউ দেয়নি।”    

তিনি আরো বলেন, “বিএনপি জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে বদ্ধ পরিকর। বিএনপির রাজনীতি এ দেশের মানুষের ওপর নির্ভরশীল। বর্তমান সরকারের একমাত্র দায়িত্ব আগামী দিনে দেশে জাতীয় নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা।”

বিএনপির এই নেতা বলেন, তাদের (অন্তর্বর্তী) যদি সংস্কারের খুব বেশি ইচ্ছা থাকে, তাহলে তারা যে কমিশনের রিপোর্টগুলো তৈরি করেছে, সেগুলো আমরা আগামী সংসদে পেশ করতে রাজি আছি। সংসদে আলোচনা করে সবাই মিলে যেখানে সংস্কার প্রয়োজন সেটা করব। সবচেয়ে বড় কথা হলো, আমরা আমাদের ৩১ দফা বাস্তবায়ন করব। আমরা জাতির কাছে প্রতিজ্ঞা বদ্ধ। সংস্কারের ব্যাপারে কারো কোনো মাথা ব্যাথার প্রয়োজন নেই।”    

নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলোর সভাপতিত্বে ও সদস্য সচিব হারুনুর রশিদ আজাদের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। সমাবেশে আরো বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।

ঢাকা/সুজন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়