ঢাকা     শুক্রবার   ২১ মার্চ ২০২৫ ||  চৈত্র ৮ ১৪৩১

নারায়ণগঞ্জে র‍্যাবের হাতে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

জেলা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৭, ১৩ মার্চ ২০২৫  
নারায়ণগঞ্জে র‍্যাবের হাতে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ঢাকার কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

নারায়ণগঞ্জের ফতুল্লা থানা আওয়ামী লীগের সহ-সভাপতি ও এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামানকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে ঢাকার কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১১ এর উপ-পরিচালক মেজর অনাবিল ইমাম।

মেজর অনাবিল ইমাম জানান, গ্রেপ্তারকৃত আসামি বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনের হত্যা ও নাশকতা মামলার আসামি। তিনি নারায়ণগঞ্জের ওসমান পরিবারের অতি ঘনিষ্ঠ ব্যক্তি। ৫ আগস্টের পর হতে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের মাধ্যমে আজ তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে সোনারগাঁ থানায় মামলা রয়েছে। তাকে সোনারগাঁ থানায় হস্তান্তর করা হবে।

ঢাকা/অনিক/এস


সর্বশেষ

পাঠকপ্রিয়