আশুলিয়ায় রড ভর্তি ট্রাক ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২
সাভার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

গ্রেপ্তারকৃতরা হলো- সিরাজগঞ্জের আব্দুল লতিফের ছেলে আনোয়ার হোসেন (৪৫) এবং হেমায়েতপুরের আকবর আলী শেখের ছেলে নূরে আলম (৪৮)।
আশুলিয়া থেকে গোয়েন্দা পুলিশ পরিচয়ে রড ভর্তি ট্রাক ডাকাতির ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে লুট হওয়া ট্রাক ও মালামাল।
গ্রেপ্তারকৃতরা হলো- সিরাজগঞ্জের আব্দুল লতিফের ছেলে আনোয়ার হোসেন (৪৫) এবং হেমায়েতপুরের আকবর আলী শেখের ছেলে নূরে আলম (৪৮)।
রবিবার (১৬ মার্চ) দুপুরে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান, সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবীর। গ্রেপ্তারকৃতদের এদিন পাঠানো হয় আদালতে। এর আগে গতকাল রাতে সাভারের ব্যাংকটাউন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানায়, গত ৮ মার্চ মধ্য রাতে আনোয়ার অটো রাইস মিল নামের একটি কোম্পানির ট্রাক ১৪ টন ওজনের রড নিয়ে নারায়ণগঞ্জ থেকে সিরাজগঞ্জ যাচ্ছিল। ভোর ৫টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের কবিরপুর এলাকায় পৌঁছালে ডিবি পুলিশ পরিচয়ে কয়েকজন ট্রাকটির গতিরোধ করে। তারা ট্রাকের চালক ও সহযোগীকে হাত-পা-চোখ বেঁধে তাদের সাথে থাকা প্রাইভেটকারে তুলে নেয় এবং কয়েকজন রডসহ ট্রাকটি নিয়ে পালিয়ে যায়। পরে তারা চালক ও সহযোগীকে মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে ফেলে যায়।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহিনুর কবির বলেন, “এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা দায়েরের পর গত ১৩ মার্চ কেরানীগঞ্জের ভাওয়াল বন্দের ঘাট এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় ট্রাকটি উদ্ধার করে পুলিশ। পরে সাভার-আশুলিয়াসহ বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্য প্রযুক্তির সাহায্যে অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। উদ্ধার করা হয় ট্রাকে থাকা মালামাল।”
ঢাকা/সাব্বির/এস