ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রংপুরে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ, আহত ৫ 

রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৬, ৫ এপ্রিল ২০২৫  
রংপুরে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ, আহত ৫ 

রংপুরের বদরগঞ্জ উপজেলায় ভাড়াটিয়া ও দোকান মালিকের দ্বন্দ্বের জের ধরে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে। এর মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। 

শনিবার (৫ এপ্রিল) দুপুরে বদরগঞ্জ উপজেলার পৌর শহরে সংঘর্ষ হয়। সংঘর্ষে আহত উপজেলার রাজা রামপুর গ্রামের লাভলু মিয়া (৫০) কে মুমূর্ষু অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরো পড়ুন:

অন্য গুরুতর আহতেরা হলেন, বদরগঞ্জ উপজেলার বৈরামপুর গ্রামের মোক্তারুল (৪৫), পাঠানপাড়া গ্রামের মুন্নাফ (৫০), লোহানীপাড়া ইউনিয়নের শফিকুল ইসলাম (৪৫) ও একই ইউনিয়নের ময়নাল হোসেন (২৫)। তাদেরও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার-সংলগ্ন এলাকার ঢেউটিন ব্যবসায়ী জাহিদুল হক জোয়ারদার একই এলাকার ইশতিয়াক বাবুর দোকান ঘর ভাড়া নেন। এই দোকান ভাড়া নেওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে দ্বন্দ্ব হয়। জাহিদুল হক কালুপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা শহিদুল হক মানিকের কাছে বিষয়টি সমাধানের জন্য অনুরোধ করেন। একই ঘটনায় ইশতিয়াক বাবু বদরগঞ্জ উপজেলা বিএনপির নেতা ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী সরকারের কাছে বিচার চান। এ নিয়ে মোহাম্মদ আলী সরকার ও শহিদুল হক মানিকের মধ্যে দ্বন্দ্ব বাধে। শনিবার সকাল থেকে দুই গ্রুপ দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা, ছোরা-বল্লম, তীর-ধনুক নিয়ে ধাওয়া ও পাল্টা ধাওয়া করে। এক পর্যায়ে শহীদুল হক মানিকের লোকজন মোহাম্মদ আলী সরকারের লোকজনের ওপর হামলা করে। এতে পাঁচজন গুরুতর আহত হয়।

এর আগে, জাহিদুল হক জোয়ারদার দোকান খুলে দেওয়ার জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করে। পরে মোহাম্মদ আলী সরকারের লোকজন তা ভেস্তে দেয়। এতে দুইপক্ষের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। এ দিন দুপুর ২টার দিকে সেনা এবং পুলিশ পৌর শহরে আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে মাঠে নামে।

এ ঘটনায় বদরগঞ্জ থানার ওসি এ কে এম আতিকুর রহমান জানান, সংঘর্ষে ৫-৬ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে শহরে পুলিশ মোতায়েন করা হয়েছে। সেনা সদস্যরা পুলিশকে সহায়তা করছে। এ ঘটনায় কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। 

ঢাকা/আমিরুল/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়