ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সিরাজগঞ্জে অপহৃত শিশু যশোরে উদ্ধার, গ্রেপ্তার ২

সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২১, ৭ এপ্রিল ২০২৫  
সিরাজগঞ্জে অপহৃত শিশু যশোরে উদ্ধার, গ্রেপ্তার ২

সিরাজগঞ্জের রায়গঞ্জ থেকে অপহৃত আট মাস বয়সী এক শিশুকে যশোরে উদ্ধার করা হয়েছে। এসময় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৭ এপ্রিল) দুপুরে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। উদ্ধার হওয়া শিশু দিঘি মনি সিরাজগঞ্জ শহরের গয়লা মহল্লার বাপ্পী মন্ডলের মেয়ে।

আরো পড়ুন:

গ্রেপ্তারকৃতরা হলেন- বগুড়ার ধুনট উপজেলার চরখাদুলী গ্রামের মৃত গোলজার শেখের ছেলে কালাম শেখ (৪০) ও কুড়িগাতি গ্রামের মৃত রইচ উদ্দিনের ছেলে হারুন অর রশিদ (৪৪)।

ওসি মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ‘‘গত ৩০ মার্চ দুপুরে শিশুটির মা মরিয়ম খাতুনকে ঘোল খাইয়ে দিঘি মনিকে অপহরণ করা হয়। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় রংপুর থেকে কালাম শেখকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে রায়গঞ্জ থেকে চক্রের অপর সদস্য হারুন অর রশিদকে গ্রেপ্তার করা হয়। তার তথ্যের ভিত্তিতে রবিবার যশোরের সামিউল ইসলামের হেফাজত থেকে অপহৃত শিশু দিঘি মনিকে উদ্ধার করা হয়। সামিউল ৮০ হাজার টাকার বিনিময়ে শিশুটিকে কিনেছিল।’’

ঢাকা/রাসেল/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়