ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মাগুরায় মাস্ক-হেলমেট পরে আ. লীগের ঝটিকা মিছিল

মাগুরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৩, ২২ এপ্রিল ২০২৫  
মাগুরায় মাস্ক-হেলমেট পরে আ. লীগের ঝটিকা মিছিল

মাগুরায় মঙ্গলবার ভোরে জেলা আওয়ামী লীগের ব্যানারে ঝটিকা মিছিল বের হয়

মাগুরায় ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগ। মঙ্গলবার (২২ এপ্রিল) ভোরে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের সামনের মহাসড়কে ১০ থেকে ১৫ জন মিছিলটি বের করেন। গত বছরের ৫ আগস্টের পর এটি ছিল মাগুরায় দলটির প্রথম মিছিল।

জেলা আওয়ামী লীগের ব্যানারে মিছলটি বের হয়। ব্যনারে  লেখা ছিল, ‘মিথ্যা বানোয়াট ও ষড়যন্ত্রমূলক মামলায় অন্যায়ভাবে অবৈধ ট্রাইব্যুনালে বিচারের নামে প্রহসন বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল’।

আরো পড়ুন:

মিছিলের ৪২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, মিছিলে যারা অংশ নিয়েছেন তাদের সবার মুখে মাস্ক ও হেলমেট। যারা মিছিলে অংশ নিয়েছিলেন তাদের কারো পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। 

৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে দলটির নেতাকর্মীরা আত্মগোপনে আছেন। শীর্ষ নেতাদের নামে হত্যাসহ বিভিন্ন অভিযোগে মামলা হয়েছে।

পরিচয় গোপন রাখার শর্তে মাগুরা আওয়ামী লীগের এক নেতা বলেন, মূলত তৃণমূল নেতাকর্মীদের উদ্যোগে মিছিল হয়েছে। বিষয়টি সিনিয়র নেতারা অবগত ছিলেন। প্রতিকূল পরিবেশে দলের নেতাকর্মীরা মোবাইলে নিজেদের মধ্যে যোগাযোগ রাখছেন।

ঢাকা/শাহীন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়