ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

টাঙ্গাইলে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মাছ ব্যবসায়ী নিহত 

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৮, ২৫ এপ্রিল ২০২৫   আপডেট: ১২:১৪, ২৫ এপ্রিল ২০২৫
টাঙ্গাইলে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মাছ ব্যবসায়ী নিহত 

টাঙ্গাইলে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সাইফুল আলম নামের এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি টাঙ্গাইল শহরের সাকরাইল এলাকার মৃত সাব্বির আহমেদের ছেলে। 

শুক্রবার (২৫ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে দেলদুয়ার উপজেলার ডুবাইল এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তাকে ছুরিকাঘাত করা হয়। 

পুলিশ ও নিহতের স্বজনরা জানিয়েছেন, রাত সাড়ে ৩টার দিকে সাইফুল আলম এক জেলেকে সঙ্গে নিয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় করে মির্জাপুরের একটি হ্যাচারি থেকে মাছের রেনু কিনতে যাচ্ছিলেন। ডুবাইল এলাকায় পৌঁছালে তিন ছিনতাইকারী মোটরসাইকেল নিয়ে তাদের অটোরিকশার গতিরোধ করে। তারা পিস্তলসহ দেশীয় অস্ত্র ঠেকিয়ে নগদ টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। সাইফুল আলম বাধা দিলে তাকে ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা পালিয়ে যায়। সাইফুল আলমকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় মামলা করা হচ্ছে।

গোড়াই হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদ খান এ বিষয়ে কিছু জানেন না বলে রাইজিংবিডিকে জানিয়েছেন।

দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেব খান বলেছেন, ‍আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ঢাকা/কাওছার/রফিক 

সর্বশেষ

পাঠকপ্রিয়