মাগুরার শিশু ধর্ষণ-হত্যা মামলায় ৩ জনের সাক্ষ্যগ্রহণ
মাগুরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
মাগুরার আলোচিত আট বছরের শিশু ধর্ষণ ও হত্যা মামলায় ৩ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে।
রবিবার (২৭ এপ্রিল) দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক এম জাহিদ হাসান আদালতে মামলার বাদী, প্রতিবেশী জলি খাতুন ও অসুস্থ শিশুটিকে বহনকারী ভ্যানচালক রুবেলের সাক্ষ্যগ্রহণ করা হয়।
এর আগে, সকালে কড়া নিরাপত্তায় আসামি হিটু শেখ,তার দুই ছেলে সজীব শেখ ও রাতুল শেখ এবং স্ত্রী জাহেদা বেগমকে আদালতে আনা হয়।
সাক্ষ্যগ্রহণ শেষে আগামীকাল মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে। এসময় আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী মনিরুল ইসলাম মুকুলসহ বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সোহেল আহমেদ উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মনিরুল ইসলাম মুকুল বলেন, ‘‘মাগুরার চাঞ্চল্যকর শিশু-ধর্ষণ হত্যা মামলায় তিন জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। আসামিদের আবেদনের প্রেক্ষিতে ইতোমধ্যে জেলা লিগ্যাল এইডের মাধ্যমে আইনজীবী নিয়োগ করা হয়েছে। তিনি সাক্ষীদের জেরা করেছেন। আদালত আগামীকাল আবার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন। কাল আরো তিন সাক্ষী সাক্ষ্য দেবেন।’’
উল্লেখ্য, গত ৬ মার্চ বোনের বাড়িতে বেড়াতে গিয়ে আট বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয় বলে অভিযোগ করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শিশুটি মারা যায়।
এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে চার জনকে আসামি করে মামলা করেন। ১৩ এপ্রিল আলোচিত এই মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করেন তদন্ত কর্মকর্তা মো. আলাউদ্দিন।
ঢাকা/শাহীন/রাজীব