রাইজিংবিডি: আমার সাংবাদিকতা জীবনের প্রথম পাঠশালা
রফিক সরকার, কালীগঞ্জ, গাজীপুর || রাইজিংবিডি.কম
সাংবাদিক রফিক সরকার
২০১৩ সাল, আমার মফস্বল সাংবাদিকতা জীবনের সূচনালগ্ন। লেখালেখির অভ্যাস আগে থেকেই ছিল কিন্তু সংবাদ সংগ্রহ, যাচাই, লেখা ও প্রকাশের প্রক্রিয়ার সঙ্গে সরাসরি যুক্ত হই রাইজিংবিডির মাধ্যমে। এটি শুধু আমার প্রথম কর্মস্থলই নয়, এটি ছিল আমার সাংবাদিকতার প্রথম পাঠশালা।
রাইজিংবিডির মফস্বল ডেস্কের সিনিয়রদের সহযোগিতা এবং নির্দেশনা আমাকে পেশাগতভাবে বেড়ে উঠতে দারুণভাবে সহায়তা করেছে। শাহ মতিন টিপু ভাই হয়ে উঠেছিলেন আমার প্রথম দীক্ষাগুরু। আর মাহাবুবুল আলম সোহাগ ও কামরুজ্জামান ভাই ছিলেন সাহস জোগানোর প্রেরণা।
তৎকালীন উপদেষ্টা সম্পাদক উদয় হাকিমের নেতৃত্বে যে পেশাদার ও দূরদর্শী পরিবেশ পেয়েছি, তা আজও আমার পথচলায় আলোকবর্তিকা হয়ে আছে।
মফস্বল সাংবাদিকতা মানেই অসংখ্য চ্যালেঞ্জ। রাজনৈতিক চাপ, সামাজিক প্রতিবন্ধকতা, এমনকি ব্যক্তিগত নিরাপত্তার ঝুঁকিও মোকাবিলা করতে হয়। তবু এই পেশার একটাই সৌন্দর্য- সত্য বলার সুযোগ।
স্থানীয় মানুষের জীবন, সমস্যা, সাফল্য ও সংগ্রাম জাতীয় পাঠকের সামনে তুলে ধরার দায়িত্ব যেন এক নীরব যুদ্ধ, আর সেই যুদ্ধে আমার প্রথম হাতিয়ার ছিল রাইজিংবিডি।
এই প্ল্যাটফর্মে বহু গুরুত্বপূর্ণ প্রতিবেদন করতে পেরেছি। যেগুলোর কিছু সমাজে আলোড়ন তুলেছে। বদল এনেছে বাস্তবতায়। এ থেকেই শিখেছি, সাংবাদিকতা কেবল তথ্য পরিবেশনের কাজ নয়, এটি সমাজ বদলেরও একটি শক্তিশালী মাধ্যম।
রাইজিংবিডির প্রকাশক, নির্বাহী সম্পাদক, বার্তা সম্পাদক এবং মফস্বল সম্পাদক- প্রতিটি স্তরে এমন এক অসাধারণ টিম কাজ করে, যারা শুধু পেশাদারই নন বরং মমতাময় সহকর্মী। তাদের বন্ধু-সুলভ আচরণ, সহযোগিতাপূর্ণ মনোভাব এবং কাজের প্রতি আন্তরিকতা যেকোনো মফস্বল সাংবাদিককে উৎসাহিত করে তোলে। আমি ভাগ্যবান, এই টিমের সঙ্গে পথচলার সুযোগ পেয়েছি।
আজও আমি শিখছি, প্রতিদিন। রাইজিংবিডির সঙ্গে সেই প্রথম পদক্ষেপ আমাকে যে ভিত্তি দিয়েছে, তা আজও দৃঢ়ভাবে টিকে আছে আমার কাজের প্রতিটি স্তরে। এই প্রতিষ্ঠানের প্রতি আমার কৃতজ্ঞতা চিরন্তন।
ঢাকা/এস