ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাবার মামলায় ছেলে গ্রেপ্তার

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৬, ৩০ এপ্রিল ২০২৫   আপডেট: ০৮:৫১, ৩০ এপ্রিল ২০২৫
বাবার মামলায় ছেলে গ্রেপ্তার

গ্রেপ্তার বিপ্লব হোসেন

কুষ্টিয়ার ভেড়ামারায় বাবা নুরুল ইসলামের দায়ের করা মামলায় গ্রেপ্তার হয়েছেন ছেলে বিপ্লব হোসেন (৩৫)। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে ভেড়ামারা থানায় মামলা করেন তিনি।

মামলায় নুরুল ইসলাম অভিযোগ করেছেন, জুয়ার টাকার জন্য বিপ্লব হোসেন তাকে শারীরিক নির্যাতন ও একাধিকবার হত্যার চেষ্টা করেছেন।

আরো পড়ুন:

নুরুল ইসলাম বলেন, ‘‘বিপ্লব আমার বড় ছেলে। সে মাদকাসক্ত ও জুয়ায় আসক্ত। জুয়ার টাকার জন্য দীর্ঘদিন ধরে সে আমাকে ও আমার স্ত্রী জুলেখা বেগমকে অত্যাচার, শারীরিক নির্যাতন ও হত্যার হুমকি দিয়ে আসছিল।’’

‘‘গত বছরের ২ নভেম্বর বিপ্লব আমাকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করে। এছাড়া, প্রতারণার মাধ্যমে সে কয়েকজনের কাছ থেকে টাকা নিয়েছিল। পরবর্তীতে সেই টাকা আমাকেই পরিশোধ করতে হয়েছে। সর্বশেষ গত সোমবার বিপ্লব আমাকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করে।’’- যোগ করেন তিনি।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শহিদুল ইসলাম বলেন, ‘‘বাবা নুরুল ইসলামের অভিযোগের ভিত্তিতে একটি মামলা রুজু হয়েছে। সেই মামলায় ছেলে বিপ্লবকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

ঢাকা/কাঞ্চন/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়