ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

তেঁতুলিয়ায় বিরল প্রজাতির শকুন উদ্ধার

পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৩, ৩০ এপ্রিল ২০২৫   আপডেট: ১১:০৬, ৩০ এপ্রিল ২০২৫
তেঁতুলিয়ায় বিরল প্রজাতির শকুন উদ্ধার

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দুর্লভ প্রজাতির একটি শকুন উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের বাংলাবান্ধা স্থলবন্দর এলাকায় অসুস্থ অবস্থায় শকুনটি দেখতে পান স্থানীয়রা। পরে বন বিভাগকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে শকুনটি উদ্ধার করে।

স্থানীয়রা জানান, হঠাৎ শকুনটি আকাশ থেকে মাটিতে পড়ে মাথায় ও পায়ে আঘাত পায়। স্থানীয়রা দেখতে পেয়ে সেটিকে বেঁধে রেখে উপজেলা বন বিভাগে খবর দেয়।

উপজেলা বন বিভাগের বিট কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, ‘‘বাংলাবান্ধা স্থলবন্দর এলাকা থেকে বিলুপ্ত প্রায় প্রজাতির একটি শকুন উদ্ধার করা হয়েছে। এটির পা ও মাথায় আঘাত পাবার কারণে কিছুটা দুর্বল হয়ে পড়েছে। শকুনটিকে চিকিৎসা ও খাবার দেওয়া হয়েছে।’’

তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আফরোজ শাহিন খসরু বলেন, ‘‘শকুনটি সুস্থ হলে পরবর্তীতে বন্যপ্রাণী দপ্তরের সঙ্গে আলোচনা করে অবমুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হবে।’’

ঢাকা/নাঈম/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়