ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নিষেধাজ্ঞা উপেক্ষা করে সমুদ্রে মাছ শিকার, ১৬ জেলে আটক

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৭, ১৭ মে ২০২৫   আপডেট: ১৭:০৮, ১৭ মে ২০২৫
নিষেধাজ্ঞা উপেক্ষা করে সমুদ্রে মাছ শিকার, ১৬ জেলে আটক

নিষেধাজ্ঞা উপেক্ষা করে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ শিকার করায় ১৬ জেলেকে আটক করেছে নৌ পুলিশ। এসময় জব্দ করা হয়েছে তিনটি মাছ ধরার ট্রলার।

শনিবার (১৭ মে) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফাতরার বন সংলগ্ন সাগর থেকে তাদের আটক করা হয়। আটক জেলেদের বাড়ি উপজেলার মহিপুর ও লতাচাপলী ইউনিয়নে।

আরো পড়ুন:

নৌ পুলিশ জানায়, ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিন সাগরে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। কিন্তু, নিষেধাজ্ঞা উপেক্ষা করে এসব জেলেরা শনিবার সকালে সাগরে গিয়ে জাল ফেলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক জেলেদের ট্রলারসহ তীরে নিয়ে আসার পর উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা তিন ট্রলারের মালিককে ২৮ হাজার টাকা জরিমানা করেন। নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে সাগরে আর মাছ শিকার করবে না মর্মে মুচলেকা দিলে জেলে ও ট্রলার ছেড়ে দেওয়া হয়।

কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মন্ডল বলেন, ‘‘অবরোধ শতভাগ সফল করতে সাগরে নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। জেলেদের সাগরে মাছ শিকাররত অবস্থায় পাওয়া গেলে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’’

ঢাকা/ইমরান/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়