ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য : সিদ্ধিরগঞ্জে ডেকে নিয়ে হত্যা

নারায়ণগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৮, ২৪ মে ২০২৫   আপডেট: ০৯:৫৫, ২৪ মে ২০২৫
কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য : সিদ্ধিরগঞ্জে ডেকে নিয়ে হত্যা

নিহত আব্দুল্লাহ খান পায়েল

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কিশোর গ্যাংয়ের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের জের ধরে ছুরিকাঘাতে আব্দুল্লাহ খান পায়েল (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। 

শুক্রবার (২৩ মে) দিবাগত রাত ৯ টায় উপজেলার ধনকুন্ডা এলাকায় এ ছুরিকাঘাত করা হয়। 

নিহত আব্দুল্লাহ খান পায়েল তার বাবার সাথে ওয়ার্কশপে কাজ করতো।

নিহতের বাবা শামীম জানান, ছুরিকাঘাতে আহত ছেলের মোবাইল ফোন থেকে কল পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে খানপুরের ৩শ’  শয্যা বিশিষ্ট হাসপাতালে নেন। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহিনুর আলম জানান, কয়েকদিন আগে কিশোর গ্যাংয়ের দু’গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটে। সেই ঘটনার সূত্র ধরে হৃদয় ও সাব্বির নামে দুইজন আব্দুল্লাহকে ডেকে নিয়ে যায়। সেখানে আব্দুল্লাহকে ছুরিকাঘাত করে তারা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে তার মৃত্যু হয়। নিহতের মরদেহ ঢামেকের মর্গে রাখা হয়েছে। 

এ ঘটনায় সাব্বিরকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

ঢাকা/অনিক/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়