ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

থানা থেকে লুট হওয়া পিস্তল ও গুলি উদ্ধার

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৩, ২৭ মে ২০২৫  
থানা থেকে লুট হওয়া পিস্তল ও গুলি উদ্ধার

রাজশাহীতে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে থানা থেকে লুট হওয়া বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করেছে র‌্যাব। 

সোমবার (২৬ মে) দিবাগত রাত ২টার দিকে র‌্যাব-৫ একটি দল রাজশাহী মহানগরীর বশড়ি এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র-গুলি উদ্ধার করে। মঙ্গলবার (২৭ মে) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে যে, থানা থেকে লুট হওয়া আগ্নেয়াস্ত্র পদ্মা নদীর ধারে কাশবনের ভেতর লুকিয়ে রাখা হয়েছে। পরে সেখানে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও শটগানের ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানায় এসব অস্ত্র ও গুলি হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।

ঢাকা/কেয়া/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়