গরুর হাটে চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার ৪
বরিশাল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

বরিশালের আগৈলঝাড়ায় গরুর হাটে চাঁদা দাবির অভিযোগে ৪ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ জুন) দুপুরে তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- আগৈলঝাড়ার উত্তর চাঁদত্রিশিরা গ্রামের মৃত আব্দুল হালিমের ছেলে রেজভি বখতিয়ার, সাইফুল ইসলামের ছেলে শাওন বখতিয়ার, মৃত জাকির হোসেনের ছেলে অপু বখতিয়ার ও মৃত জমির উদ্দিনের ছেলে শফিক বখতিয়ার।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার রাতে উপজেলার পূর্ব পয়সা এলাকার একটি অস্থায়ী গরুর হাটে প্রভাব খাটিয়ে চাঁদা দাবি করেন কয়েকজন। চাঁদা না দেওয়ায় হাটের লোকজনকে মারধর করেন।
খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৪ জনকে আটক করতে সক্ষম হলেও অন্যরা পালিয়ে যায়। এ ঘটনায় হাটের ইজারাদারের নিয়োগ করা প্রতিনিধি চাঁদত্রিশিরা গ্রামের মাসুদ বখতিয়ার বাদী হয়ে ছয়জনকে আসামি করে থানায় মামলা করেন। পরে আটককৃতদের ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. অলিউর রহমান বলেন, ‘‘আটককৃতদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’’
ঢাকা/পলাশ/রাজীব