ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শার্শায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি কর্মীকে হত্যা 

নিজস্ব প্রতিবেদক, যশোর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৭, ৮ জুন ২০২৫   আপডেট: ১০:০৩, ৮ জুন ২০২৫
শার্শায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি কর্মীকে হত্যা 

ফাইল ফটো

যশোরের শার্শা উপজেলায় আব্দুল হাই (৫০) নামে এক বিএনপি কর্মীকে হত্যা করা হয়েছে। শনিবার (৭ জুন) রাতে বেনাপোলের ডুবপাড়া জামতলার মোড় নামক স্থানে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তাকে হত্যা করা হয়।

বেনাপোল পোর্ট থানার ওসি রাসেল মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত আব্দুল হাই ডুপপাড়া গ্রামের হারান হরকরার ছেলে।

আরো পড়ুন:

নিহতের মামা মিয়াদ আলী জানান, গতকাল শনিবার রাতে আব্দুল হাই ডুবপাড়া জামতলার মোড় অবস্থান করছিলেন। এসময় ৪-৫ জন ব্যক্তি মোটরসাইকেলে গিয়ে আব্দুল হাইকে লক্ষ্য করে ককটেল ছুঁড়ে পালিয়ে যান। ককটেলে বিস্ফোরণে গুরুতর আহত আব্দুল হাইকে স্থানীয়রা শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসক আব্দুল হাইকে মৃত ঘোষণা করেন।

নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান জানান, আব্দুল হাইয়ের মরদেহ ময়নাতদন্তের জন্য রবিবার (৮ জুন) যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের চিহ্নিত করে আটকে পুলিশের অভিযান চলছে।

ঢাকা/রিটন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়