ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাদাপাথরে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৬, ৯ জুন ২০২৫   আপডেট: ২২:৩০, ৯ জুন ২০২৫
সাদাপাথরে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পর্যটনকেন্দ্র সাদাপাথরে বেড়াতে এসে পানিতে ডুবে মেহেদী হাসান ইমন (১৬) নামের এক কিশোর মারা গেছে। সোমবার (৯ জুন) দুপুরে এ ঘটনা ঘটে।

মেহেদী সিলেট সদরের লালদিঘীরপাড় গ্রামের জামাল উদ্দিনের ছেলে। কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, মেহেদী হাসান ইমন তার কয়েকজন বন্ধুর সঙ্গে সাদাপাথরে ঘুরতে এসেছিল। বন্ধুদের সঙ্গে সেও পানিতে নেমেছিল। সাঁতার না জানার কারণে একপর্যায়ে পানির স্রোতে তলিয়ে যায় ইমন। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, ‘‘এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

ঢাকা/নূর/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়