ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শ্রীনগরে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪২, ৯ জুন ২০২৫  
শ্রীনগরে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কামারখোলা ফ্লাইওভারসংলগ্ন রেললাইনের পাশ থেকে মধ্যবয়সী এক অজ্ঞাত পুরুষের খুলিবিহীন মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৯ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে শ্রীনগর ফায়ার সার্ভিস মরদেহটি উদ্ধার করে।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ হোসেন বলেন, ‘‘চেহারাসহ মাথার একটি বড় অংশ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটেছে।’’

তিনি আরো বলেন, ‘‘স্থানীয়রা রেললাইনের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে আমাদের খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, মরদেহটি রেললাইনের পাশে পড়ে আছে। মরদেহের ১০-১২ হাত দূরেই বিচ্ছিন্ন অবস্থায় ছড়িয়ে-ছিটিয়ে ছিল মাথার মগজ।’’

ঢাকা/রতন/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়