ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ব্যাংকের ভোল্ট ভেঙে টাকা চুরির ঘটনায় আটক ৩

কেরাণীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২২, ১১ জুন ২০২৫   আপডেট: ১৭:৩৩, ১১ জুন ২০২৫
ব্যাংকের ভোল্ট ভেঙে টাকা চুরির ঘটনায় আটক ৩

কেরাণীগঞ্জে আইএফআইসি ব্যাংকের একটি উপশাখার ভোল্ট ভেঙে ১৫ লাখ ৩০ হাজার টাকা চুরির ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। পরে তাদের বাসা থেকে চুরি যাওয়া ১৫ লাখ ২০ হাজার টাকা উদ্ধার হয়। 

বুধবার (১১ জুন) দুপুরে কেরাণীগঞ্জ মডেল থানার ওসি মো. মনিরুল হক ডাবলু প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

আরো পড়ুন:

গত সোমবার (৯ জুন) রাতে কেরাণীগঞ্জ মডেল থানার রোহিতপুর ইউনিয়নের বোডিং মোড়ে ইস্পাহানি স্কুল এন্ড কলেজ মার্কেটের দ্বিতীয় তলার আইএফআইসি ব্যাংকের রুহিতপুর উপশাখায় চুরি হয়। 

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন- ব্যাংকের সিকিউরিটি গার্ড মো. সিয়াম (২১), আলআমিন (৩০) ও ইমরান শেখ (২৬)। 

পুলিশ জানায়, চুরির ঘটনার মূল পরিকল্পনাকারী ব্যাংকের দারোয়ান ও তার দুই সহযোগীকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ করা হয়। তারা পুলিশকে জানায়, চুরির পরিকল্পনা করে তারা বিভিন্ন সময় ব্যাংকের ভেতরে ও বাইরে পর্যবেক্ষণ করে। ঘটনার সময় ব্যাংকের পেছনের ওয়াশরুমের ভেন্টিলেটর ভেঙে তারা ব্যাংকে প্রবেশ করে। এরপর ব্যাংকের লকার ভেঙে ১৫ লাখ ৩০ হাজার টাকা চুরি করে। 

ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা (ডিবি) পুলিশ এবং কেরাণীগঞ্জ মডেল থানা পুলিশের যৌথ অভিযানে তিনজনকে আটক করে এবং চুরি হওয়া অর্থ উদ্ধার করে। তাদের অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ড আবেদন জানানো হবে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ঢাকা/শিপন/মাসুদ

ঢাকা/শিপন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়