ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘এমন কোনো জায়গা নেই, যেখানে বিএনপি চাঁদা তোলে না’

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৮, ৬ জুলাই ২০২৫   আপডেট: ২১:১৬, ৬ জুলাই ২০২৫
‘এমন কোনো জায়গা নেই, যেখানে বিএনপি চাঁদা তোলে না’

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেছেন, ‘‘এমন কোনো জায়গা নেই, যেখানে বিএনপি চাঁদা তোলে না।’’

রবিবার (৬ জুলাই) বিকেলে রাজশাহীতে এক মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজশাহী মহানগর শাখার উদ্যোগে মতবিনিময় সভার আয়োজন করা হয়।

আরো পড়ুন:

ফয়জুল করিম বলেন, ‘‘প্রতিদিন পত্রিকায় বিএনপির চাঁদাবাজির যে খবর দেখতে পাই, এগুলো সামান্য। বরফের ওপরের অংশ যা দেখা যায়, নিচে তার চেয়ে অনেক বেশি থাকে। যতটুকু প্রকাশ পায়, তার চেয়ে হাজারগুণ বেশি তারা চাঁদাবাজি করতেছে।’’

তিনি বলেন, ‘‘আওয়ামী লীগের সমস্ত সম্পত্তি দখল করেছে কে? এস আলম গ্রুপের সম্পত্তি কার কাছে? এস আলমের গাড়ি কার কাছে? খুঁজে দেখেন। আমার খোঁজার দরকার নেই। আওয়ামী লীগের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কারা ভারতে পাচার করেছে? খুঁজে দেখেন ভালো করে। তাহলে বুঝতে পারবেন, কারা এই কাজগুলো করছে।’’

ফয়জুল করিম বলেন, ‘‘২০০১ থেকে ২০০৫ পর্যন্ত শুধু দেখেছি খাম্বা কেস। মনে আছে তো? কারেন্টের খাম্বা কেস। ট্রান্সফার কেস। হাওয়া ভবন। কত ভবন আমরা দেখেছি। এখন দেখছি, ৯ মাসে ১৫০ খুন। চাঁদা নেয় পল্টনে, চলে যায় লন্ডনে। শুনি, এটা আমার বক্তব্য না। এটা পাবলিক বলতেছে।’’

ইসলামী আন্দোলনকে ‘আওয়ামী লীগের দালাল’ বলার প্রতিবাদ জানিয়ে দলটির এই শীর্ষ নেতা বলেন, ‘‘আজকে আমাদের তারা (বিএনপি) বলে আমরা নাকি আওয়ামী লীগের দালাল। আমরা নাকি আওয়ামী লীগকে সহযোগিতা করেছি। রাজনীতি করবেন, জেনেশুনে রাজনীতি কইরেন। বক্তব্য দেবেন, জেনেশুনে দিয়েন। ইসলামী আন্দোলন বাংলাদেশ, আজ পর্যন্ত প্রশ্নবিদ্ধ কোনো জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেনি।’’

ঢাকা/কেয়া/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়