ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মানিকছড়িতে কিশোর অপহরণ, আটক ৩

খাগড়াছড়ি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১২, ১৩ জুলাই ২০২৫  
মানিকছড়িতে কিশোর অপহরণ, আটক ৩

অপহরণের শিকার সোহেল

খাগড়াছড়ির মানিকছড়ি থেকে এক কিশোর অপহরণের ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে তিন জনকে আটক করেছে যৌথবাহিনী।

উপজেলার গোরখানা ও কসমকার্বারি পাড়া এলাকা থেকে শুক্রবার (১১ জুলাই) তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- কসমকার্বারি পাড়া এলাকার সম্বু কুমার ত্রিপুরা (৩৬), ঘোরখানা এলাকার মো. মাঈন উদ্দিন (২১) ও মো. ইয়াছিন মিয়া (২৮)।

আটকের বিষয়টি নিশ্চিত করেন মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল।

তিনি জানান, চলতি মাসের ৪ জুলাই শুক্রবার সন্ধ্যায় উপজেলার ঘোরখানা এলাকা থেকে মো. সোহেল (১৪) নামের এক কিশোর নিখোঁজ হয়। এ ঘটনায় ওই কিশোরের নানা আব্দুল রহিম মানিকছড়ি থানায় নিখোঁজের ডায়েরী করেন। এরপর তাকে উদ্ধারে পুলিশ ও সেনাবাহিনী গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। শুক্রবার রাতে যৌথবাহিনী অভিযান চালিয়ে নিখোঁজ কিশোরকে অপহরণের সাথে জড়িত তিন জনকে আটক করে।

তিনি আরও জানান, অপহরণের সাথে জড়িত তিনজনই এ ঘটনার সাথে সম্পৃক্ত বলে তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। জিজ্ঞাসাবাদ শেষে আটককৃতদের শনিবার (১২ জুলাই) দুপুরে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। তবে এ ঘটনার সাথে আরও কেউ জড়িত আছে কিনা সেটিও খতিয়ে দেখছে পুলিশ।

উল্লেখ্য, চলতি মাসের ৪ জুলাই সন্ধ্যায় মানিকছড়ি উপজেলার বাটনাতলী ইউনিয়নের ছদুরখীলের ঘোরখানা এলাকার দোকানে যায় কিশোর মো. সোহেল। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। এ ঘটনায় তার নানা মানিকছড়ি থানায় নিখোঁজের ডায়েরী করেন। ঘটনার ৯ দিন পর জানা গেল সে অপহরণের শিকার হয়েছে।

ঢাকা/রূপায়ন/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়