ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাগেরহাটে কোটি টাকার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৭, ১৩ জুলাই ২০২৫  
বাগেরহাটে কোটি টাকার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে কোটি টাকার ইয়াবা উদ্ধার করা হয়

বাগেরহাটে কোটি টাকার ইয়াবাসহ কালাম হোসেন (২৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১২ জুলাই) গভীর রাতে জেলার ফকিরহাট উপজেলার কাটাখালী বাসস্ট্যান্ড এলাকা থেকে সাতক্ষীরাগামী যাত্রীবাহী বাসে তল্লাশি করে মাদক উদ্ধার করা হয়।

রবিবার (১৩ জুলাই) দুপুরে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান বাগেরহাটের পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ। তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা এক্সপ্রেস পরিবহণের বাসে বাসে অভিযান চালানো হয়। বাসের বক্সের ভেতরে কালো রঙের আমের ক্যারেটের ভেতরে রাখা ২০ হাজার ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সেইসঙ্গে ইয়াবা কারবারি কালাম হোসেনকে (২৫) গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১ লাখ ৫০ হাজার টাকা বলে জানান তিনি।

আরো পড়ুন:

গ্রেপ্তার কামাল হোসেনকে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে বলে জানান পুলিশ সুপার। গ্রেপ্তার কালাম হোসেন (২৫) সাতক্ষীরার নাথুয়া থানার নাথুয়ার ডাঙ্গার আব্দুল গফুরের ছেলে।
 

ঢাকা/শহিদুল/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়