উখিয়ায় নবী হোসেন গ্রুপের ৪ সদস্য গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা সন্ত্রাসী নবী হোসেন গ্রুপের চার সদস্যকে অস্ত্র ও নগদ অর্থসহ গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। রবিবার (১৩ জুলাই) সন্ধ্যায় উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১১ এর সি/৬ ব্লকে অভিযান চালিয়ে নবী হোসেনের আস্তানা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
অভিযানে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি বিদেশি আগ্নেয়াস্ত্র ও নগদ ১৪ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন, ক্যাম্প-১১ এর ই-ব্লকের মো. ইউসুফের ছেলে মো. আনাস (৩০), ক্যাম্প-৯ এর সি-১৪ ব্লকের বাসিন্দা নুর বসরের ছেলে মনসুর (৩২), সি-ব্লক ১৬ এর নাজিমুদ্দিনের ছেলে ইয়াসের আরাফাত (৩৫) এবং সি/৬ ব্লকের সৈয়দ আহমদের ছেলে কেফায়েত উল্লাহ (৩৫)।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসেন বলেন, “গ্রেপ্তার চার ব্যক্তি নবী হোসেনের নেতৃত্বাধীন সন্ত্রাসী দলের সক্রিয় সদস্য। তারা ক্যাম্পে অস্ত্র ও মাদক কারবারে জড়িত। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের কক্সবাজার আদালতে পাঠানো হবে।”
ঢাকা/তারেকুর/বকুল