ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ডোমারে গৃহবধূকে হত্যা, শাশুড়ি রাজশাহীতে গ্রেপ্তার

নীলফামারী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২১, ১৫ জুলাই ২০২৫  
ডোমারে গৃহবধূকে হত্যা, শাশুড়ি রাজশাহীতে গ্রেপ্তার

ফাইল ফটো

নীলফামারীর ডোমারে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা মামলার আসামি ফারজিনা বেগমকে (৫৫) গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। রাজশাহীর দুর্গাপুর উপজেলার শ্যামপুর এলাকা থেকে সোমবার (১৪ জুলাই) মধ্যরাতে তাকে গ্রেপ্তার করা হয়।

ডোমার থানার ওসি মো. আরিফুল ইসলাম জানান, মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে গ্রেপ্তারকৃতকে আদালতে পাঠানো হয়েছে।

আরো পড়ুন:

গ্রেপ্তার ফারজিনা বেগম ডোমার উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা ও একই এলাকার খায়রুল ইসলামের স্ত্রী। তিনি নিহত গৃহবধূর শাশুড়ি এবং মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি।

র‌্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পারিবারিক কলহের জেরে গত ২২ মে রাতে ফারজিনার ছেলে ফারুক হোসেনসহ পরিবারের আরো কয়েকজন মিলে গৃহবধূকে ছুরিকাঘাতে আহত করেন। পরে গৃহবধূকে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে গত ২৫ মে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহত গৃহবধূর বড় বোন বাদী হয়ে ডোমার থানায় হত্যা মামলা করেন। মামলায় নিহতের স্বামী ফারুক হোসেন ও শাশুড়ি ফারজিনা বেগমকে আসামি করা হয়। ঘটনার পর থেকেই ফারজিনা বেগম আত্মগোপনে ছিলেন। মামলাটি পুলিশের পাশাপাশি র‌্যাবও ছায়া তদন্ত শুরু করে।

ডোমার থানার ওসি মো. আরিফুল ইসলাম জানান, গৃহবধূ হত্যা মামলার ২ নম্বর আসামি ফারজিনা বেগমকে র‌্যাব রাজশাহীর দুর্গাপুর থেকে গ্রেপ্তার করে। আজ মঙ্গলবার সকালে তারা আসামিকে থানায় হস্তান্তর করে। বিকেলে গ্রেপ্তারকৃতকে আদালতে পাঠানো হয়েছে। মামলার ১ নম্বর আসামি নিহত গৃহবধূর স্বামীকে আগে গ্রেপ্তার করা হয়েছে।

ঢাকা/সিথুন/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়