‘জুলাই পদযাত্রা’ নিয়ে শুক্রবার সিলেটে আসছে এনসিপি
সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম
জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে দেশব্যাপী ‘জুলাই পদযাত্রা’র ধারাবাহিকতায় সিলেটে আসছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। আগামী শুক্রবার (২৫ জুলাই) বিকেলে পদযাত্রাটি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এসে সমাবেশে মিলিত হবে।
পদযাত্রা সফল করতে সিলেটে ইতোমধ্যে প্রচারণা ও প্রস্তুতি শুরু করেছে জুলাই অভ্যুত্থানের নেতাদের নিয়ে গড়ে ওঠা এ রাজনৈতিক দলটি।
এনসিপির সিলেট জেলার প্রধান সমন্বয়ক ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার অন্যতম সদস্য নাজিম উদ্দিন শাহান জানিয়েছেন, সিলেট নগরীর বিভিন্ন স্থানের দেয়ালজুড়ে পোস্টার সাঁটানো হয়েছে। বিভিন্ন সড়কে তোরণ নির্মাণ করা হয়েছে। পদযাত্রায় বিপুল জনসমাগমের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
ঢাকা/নূর/রফিক