ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মাহরিন চৌধুরীর সমাধিতে নীলফামারী জেলা প্রশাসকের শ্রদ্ধাঞ্জলি

নীলফামারী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪১, ২৩ জুলাই ২০২৫   আপডেট: ১৩:৫০, ২৩ জুলাই ২০২৫
মাহরিন চৌধুরীর সমাধিতে নীলফামারী জেলা প্রশাসকের শ্রদ্ধাঞ্জলি

মাহরিন চৌধুরীর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে তাঁর আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়

ঢাকার উত্তরায় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সাহসী শিক্ষিকা মাহরিন চৌধুরীর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

বুধবার (২৩ জুলাই) সকালে জেলার জলঢাকা উপজেলার বগুলাগাড়ি চৌধুরীপাড়ায় সমাধিস্থলে উপস্থিত হয়ে তিনি এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এসময় তিনি মাহরিন চৌধুরীর আত্মত্যাগে গভীর শোক প্রকাশ করেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন।

আরো পড়ুন:

শ্রদ্ধাঞ্জলি প্রদানের সময় আরও উপস্থিত ছিলেন নীলফামারী পুলিশ সুপার জনাব এ.এফ.এম তারিক হোসেন খান, জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জায়িদ ইমরুল মোজাক্কিন, জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরজু মো. সাজ্জাদ হোসেন, জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণমাধ্যমকর্মী ও মরহুমার পরিবারের সদস্যরা।

উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় অগ্নিদগ্ধ শিক্ষার্থীদের উদ্ধার করতে গিয়ে মারাত্মকভাবে দগ্ধ হন সাহসী শিক্ষিকা মেহেরীন চৌধুরী। পরে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তাঁর মৃত্যু হয়। চিকিৎসকদের মতে, তাঁর শরীরের ৮০ শতাংশ পুড়ে গিয়েছিল।

মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৪টার দিকে গ্রামের বাড়ি নীলফামারীর জলঢাকার বগুলাগাড়ি স্কুল অ্যান্ড কলেজের মাঠের পাশে পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়।

ঢাকা/সিথুন/এস

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়