ফরিদপুরে ইজিবাইকের চাপায় শিশুর মৃত্যু
ফরিদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
ফরিদপুরের সদরপুরে ব্যাটারিচালিত ইজিবাইকের চাপায় আব্দুল্লাহ মল্লিক (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (২৩ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের মজুমদার বাজার এলাকায় দুর্ঘটনার শিকার হয় সে।
মারা যাওয়া আব্দুল্লাহ ভাঙ্গা উপজেলার মানিকদাহ ইউনিয়নের বিলভড়া গ্রামের মাসুদ মল্লিকের ছেলে। পরিবারের সঙ্গে সে মজুমদার বাজার এলাকায় ভাড়া থাকতো। আব্দুল্লাহ স্থানীয় মুহাম্মাদিয়া আরাবিয়া নূরানী কিন্ডারগার্টেন স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয় সূত্র জানায়, আজ সকালে মাদরাসায় যেতে বাড়ি থেকে বের হয় আব্দুল্লাহ। কৃষ্ণপুর-সদরপুর সড়কে রাস্তা পার হওয়ার সময় একটি ব্যাটারিচালিত ইজিবাইক তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা আব্দুল্লাহকে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসক ডা. সৌরভ চক্রবর্তী শিশু আব্দুল্লাহকে মৃত ঘোষণা করেন।
সদরপুর থানার ওসি শুকদেব রায় জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
ঢাকা/তামিম/মাসুদ