ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বোচাগঞ্জে নারীকে কুপিয়ে হত্যার চেষ্টা, গ্রেপ্তার ১

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৭, ২৪ জুলাই ২০২৫   আপডেট: ০৯:৪২, ২৪ জুলাই ২০২৫
বোচাগঞ্জে নারীকে কুপিয়ে হত্যার চেষ্টা, গ্রেপ্তার ১

পূর্ব শত্রুতার জের ধরে নীলা রানী নামে ওই নারীকে মারধর করে অভিযুক্তরা

দিনাজপুরের বোচাগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে নীলা রানী (৪৪) নামে এক নারীকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। 

এ বিষয়ে সাবেক ইউপি সদস্য বাবুল রহমান, তার ছেলে ও দুই ভাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে। পুলিশ তাদের মধ্যে একজনকে গ্রেপ্তার করেছে।

বুধবার (২৩ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ৪নং আটগাঁও ইউনিয়নের ৫নং ওয়ার্ড মনিপুর গ্রামে এ ঘটনা ঘটে। নীলা রানী মনিপুর গ্রামের মৃত অনিত্র চন্দ্র রায়ের স্ত্রী। 

বিষয়টি নিশ্চিত করেছেন বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান। 

প্রত্যক্ষদর্শী গ্রামবাসীরা জানান, গতকাল বুধবার সন্ধ্যা ৬টার দিকে নীলা রানী তার ফসলি জমি থেকে বাড়ি ফিরছিলেন। পথে নীলা রানীকে একা পেয়ে স্থানীয় সাবেক ইউপি সদস্য বাবুল রহমান, তার ছেলে মুন্না এবং তার দুই ভাই তারিকুল ইসলাম ও শরিফুল ইসলাম দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। নীলা রানী বর্তমানে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। 

বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বলেন, “উপজেলার মনিপুর গ্রামে এক নারীর ওপর হামলার ঘটনা ঘটেছে। থানায় অভিযোগ হয়েছে। ইতিমধ্যে আমরা একজনকে গ্রেপ্তারও করেছি। অন্যদের ধরতে অভিযান চলছে।”

ঢাকা/মোসলেম/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়