ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সমকামিতার অভিযোগে ডুয়েটের ৫ শিক্ষার্থী হল থেকে বহিষ্কার, বিক্ষোভ 

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৩, ২৪ জুলাই ২০২৫   আপডেট: ১২:৫৬, ২৪ জুলাই ২০২৫
সমকামিতার অভিযোগে ডুয়েটের ৫ শিক্ষার্থী হল থেকে বহিষ্কার, বিক্ষোভ 

সমকামিতার অভিযোগে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) পাঁচ শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার করা হয়েছে। অন্য শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযুক্ত সমকামীদের বিচারের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ করছেন সাধারণ শিক্ষার্থীরা৷ 

ডুয়েটের পরিচালক (ছাত্রকল্যাণ) অধ্যাপক ড. উৎপল কুমার দাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে সমকামিতার অভিযোগের সঠিক তদন্ত এবং ক্যাম্পাসে সুষ্ঠু শিক্ষার পরিবেশ বজায় রাখার স্বার্থে অভিযুক্ত শিক্ষার্থীদের সাময়িকভাবে হল থেকে বহিষ্কার করা হলো।

শিক্ষার্থীরা গণমাধ্যমকে বলেছেন, ডুয়েটে সমকামিতা ছড়িয়ে পড়েছে। মাত্র পাঁচজনকে বহিষ্কার করা হয়েছে। শিক্ষার্থীরা ছয় মাস ধরে তথ্য-প্রমাণ সংগ্রহ করে জেনেছে যে, সমকামী ৩০ থেকে ৪০ জন৷ তাদেরকে শুধু হল থেকে নয়, স্থায়ীভাবে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করতে হবে৷ 

ডুয়েটের পরিচালক (ছাত্রকল্যাণ) অধ্যাপক ড. উৎপল কুমার দাস রাইজিংবিডি ডটকমকে বলেছেন, শিক্ষার্থীরা এ মুহূর্তে বিক্ষোভ করছে। আমি পরে আপনাকে বিস্তারিত জানাব৷ 

ঢাকা/রেজাউল/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়