ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কালীগঞ্জে তরুণদের হাতে মাদক ব্যবসায়ী আটক

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৪, ২৪ জুলাই ২০২৫  
কালীগঞ্জে তরুণদের হাতে মাদক ব্যবসায়ী আটক

আটক মাদক ব্যবসায়ী সজিব শেখ

গাজীপুরের কালীগঞ্জে তরুণদের সাহসীকতায় এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

বুধবার (২৩ জুলাই) দিবাগত রাতে কালীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ভাদার্ত্তী গ্রাম থেকে তাকে আটক করেন একদল তরুণ।

আরো পড়ুন:

আটক মাদক ব্যবসায়ীর নাম সজিব শেখ (২২)। তিনি ভাদার্ত্তী মধ্যপাড়া গ্রামের বাসিন্দা আরমান শেখের ছেলে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার, তনিমা আফ্রাদ পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে জেল ও জরিমানা করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কালীগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিস-পুরাতন সাব রেজিস্ট্রি অফিস সড়কে সজিব শেখ মাদক বিক্রি করছিলেন। এ সময় সড়ক দিয়ে গ্রামের কয়েকজন তরুণ হেঁটে আসছিলেন। তাদের দেখে সজিব টর্চলাইট ফেলে দৌড়ে পালানোর চেষ্টা করেন। তরুণরা তাকে ধাওয়া দিলেলে সজিব আশপাশের ঝোপে লুকিয়ে পড়েন।

পরে ওই তরুণরা ঝোপে তল্লাশি চালিয়ে সজিবকে আটক করে থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানা হেফাজতে নেয়।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন বলেন, “ভাদার্ত্তী গ্রামের তরুণরা একজন মাদক ব্যবসায়ীকে দৌড়ে ধরে পুলিশে সোপর্দ করেছে। এটা অত্যন্ত সাহসী ও প্রশংসনীয় কাজ। যেখানে দেশের অনেক তরুণ আজ মাদকের শিকার, সেখানে এখানকার তরুণরা মাদকবিরোধী প্রতিরোধ গড়ে তুলেছে। এটা সমাজের জন্য আশার আলো।”

ওসি বলেন, “তরুণ সমাজ যদি পুলিশের পাশে দাঁড়ায়, তবে মাদক ব্যবসায়ীদের ঠাঁই এ সমাজে হবে না। মাদকের বিরুদ্ধে আমাদের সংগ্রাম আরো জোরদার হবে।”

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সজিব শেখকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারায় ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তনিমা আফ্রাদ বলেন, “এ ধরনের সচেতন যুবসমাজ প্রতিটি এলাকায় প্রয়োজন। তাদের মাধ্যমেই সমাজ থেকে মাদক নির্মূল সম্ভব। প্রশাসনের পক্ষ থেকে মাদকের বিরুদ্ধে এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

ঢাকা/রফিক/মেহেদী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়