খাগড়াছড়িতে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু
খাগড়াছড়ি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
খাগড়াছড়ির মানিকছড়িতে বালতির পানিতে পড়ে আনাস নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) দুপুরে উপজেলার ২ নম্বর বাটনাতলী ইউনিয়নের বড়গ্রাম মুসলিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আনাস ওই এলাকার আবু আহমেদের ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে শিশুটির মা ও পরিবারের অন্য সদস্যরা বাড়ির কাজে ব্যস্ত ছিলেন। এ সময় শিশুটি বাড়ির বাইরে থাকা রংয়ের বড় বালতিতে পড়ে যায়। দীর্ঘ সময় শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের সদস্যরা। একপর্যায়ে আনাসকে বালতির মধ্যে পড়ে থাকতে দেখা যায়। দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকা/রূপায়ন/রাজীব