ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

লোহাগড়ায় ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪২, ২৫ জুলাই ২০২৫   আপডেট: ২০:৫৩, ২৫ জুলাই ২০২৫
লোহাগড়ায় ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩

দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল

চট্টগ্রামের লোহাগাড়ায় অটোরিকশা, ট্রাক ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় তিনজন নিহত হয়েছেন। মারা যাওয়ারা সবাই মোটরসাইকেল আরোহী।

শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পদুয়া সিকদারদিঘী নামক এলাকায় দুর্ঘটনাটি ঘটে। 

আরো পড়ুন:

নিহতরা হলেন- মো. হুমায়ুন (৩৭), মো. মামুন (৩২) ও মনির হোসেন (৪৫)। তারা একে অপরের আত্মীয় বলে জানা গেছে। 

লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সিকদারদিঘী এলাকায় পাশ্ববর্তী সড়ক থেকে একটি অটোরিকশা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মাঝখানে চলে আসে। এসময় অটোরিকশা, ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মোটরসাইকেলের তিন আরোহী নিহত হন। পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে। 

ঢাকা/রেজাউল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়