ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঠাকুরগাঁওয়ে দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

ঠাকুরগাঁও প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৭, ২৫ জুলাই ২০২৫  
ঠাকুরগাঁওয়ে দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে দুই মোটরসাইকেলের সংঘর্ষে তপন রায় (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুই জন।

শুক্রবার (২৫ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের হাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তপন রায় উপজেলার নন্দুয়ার ইউনিয়নের তেঘোরিয়া এলাকার রনজিৎ রায়ের ছেলে।

আরো পড়ুন:

আহতরা হলেন- হোসেনগাঁও ইউনিয়নের বাঁশবাড়ি গ্রামের জুলস রায়ের ছেলে শ্রী ফুল রায় (২৫) ও পার্শ্ববর্তী হরিপুর উপজেলার পতোনডোবা এলাকার আব্দুস সামাদের ছেলে আব্দুল আলীম (২২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কাঠমিস্ত্রি তপন রায় মোটরসাইকেলযোগে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে হাড়িয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে তপন রায় ও বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের দুই আরোহী আহত হন।

স্থানীয়রা তিন জনকে আহতাবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তপন রায়কে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় অপর দুইজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরশেদুল হক বলেন, ‘‘সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এ বিষয়ে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’’

ঢাকা/হিমেল/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়