ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জাফলংয়ের নদীতে পর্যটক নিখোঁজ

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২২, ২৫ জুলাই ২০২৫   আপডেট: ২১:২৩, ২৫ জুলাই ২০২৫
জাফলংয়ের নদীতে পর্যটক নিখোঁজ

সিলেটের গোয়াইনঘাটের পর্যটনকেন্দ্র জাফলংয়ে পিয়াইন নদীতে নেমে মুকিত আহমদ (১৮) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন।

শুক্রবার (২৫ জুলাই) দুপুর দেড়টার দিকে জাফলংয়ের জিরোপয়েন্ট এলাকায় ঘটনাটি ঘটে। 

আরো পড়ুন:

নিখোঁজ মুকিত সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানার রায়নগর এলাকার শামসুদ্দিন মিয়ার ছেলে। বর্তমানে সিলেটের মাছিমপুর এলাকায় ভাড়া বাসায় থাকতেন তিনি।

মুকিতের সঙ্গে জাফলংয়ে বেড়াতে যাওয়া শাওন জানান, মুকিতসহ ২৮ জন একটি বাসে আজ সকালে জাফলংয়ে বেড়াতে আসেন। দুপুরের দিকে তারা সবাই পিয়াইন নদীর তীরে ফুটবল খেলেন। মুকিতসহ তিনজন নদীর পানিতে নামেন। এসময় পানির স্রোতে ভেসে যান মুকিত। তার সঙ্গে থাকা দুইজন তীরে উঠে আসেন। পরে ট্যুরিস্ট পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় ডুবুরিরা ঘটনাস্থলে ঘণ্টাব্যাপী উদ্ধার তৎপরতা চালায়। তবে মুকিতের কোনো সন্ধান পাননি তারা।

গোয়াইনঘাট থানার এসআই ও জাফলং বিট অফিসার ওবায়দু্ল্লাহ জানান, ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সমন্বয়ে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। নিখোঁজ ব্যক্তির সন্ধান না পাওয়া পর্যন্ত এ চেষ্টা অব্যাহত থাকবে।

ঢাকা/নূর/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়