ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

স্বামীর পরকীয়ায় বিরক্ত স্ত্রীর কাণ্ড!

নড়াইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৯, ২৭ জুলাই ২০২৫   আপডেট: ১৩:২০, ২৭ জুলাই ২০২৫
স্বামীর পরকীয়ায় বিরক্ত স্ত্রীর কাণ্ড!

ফাইল ফটো

স্বামীর পরকীয়ায় অতিষ্ঠ হয়ে অনেক স্ত্রীই বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। তাদের কেউ স্বামীকে তালাক দিয়েছেন, আবার কেউ সন্তানদের নিয়ে আলাদা থাকছেন। অনেকেই নিয়েছেন চরম পদক্ষেপ।

নড়াইলের লোহাগড়ায় স্বামী পরকীয়া করার কারণে তার পুরুষাঙ্গ কেটে ফেলার চেষ্টা করেছেন স্ত্রী। এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ।

আরো পড়ুন:

শনিবার (২৬ জুলাই) রাত দেড়টার দিকে উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বয়রা পশ্চিমপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। 

আহত বিল্লাল শেখ বয়রা পশ্চিমপাড়া গ্রামের সোনা মিয়া শেখের ছেলে। অভিযুক্ত রুমা বেগম একই উপজেলার দিঘলিয়া ইউনিয়নের সারোল গ্রামের ফরিদ শেখের মেয়ে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বিল্লাল শেখের সঙ্গে রুমা বেগমের ১০ বছর আগে বিয়ে হয়। এই দম্পতির এক বছরের একটি ছেলে সন্তান রয়েছে। শনিবার রাত দেড়টার দিকে রুমা বেগম বটি দিয়ে বিল্লাল শেখের পুরুষাঙ্গ কেটে ফেলার চেষ্টা করেন। পরে পরিবারের লোকজন বিল্লাল শেখকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। 

এলাকাবাসীর অভিযোগ, বিল্লাল শেখের পরকীয়া প্রেমে আসক্ত হয়ে স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ করতেন। এতে ক্ষিপ্ত হয়ে রুমা তার স্বামীর পুরুষাঙ্গ কেটে ফেলার চেষ্টা করেন।

রবিবার (২৭ জুলাই) দুপুরে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত বিল্লাল শেখকে পাওয়া যায়নি। হাসপাতালের চিকিৎসক আবুল হাসনাত বলেন, “গতকাল রাতে বাড়ির লোকজন আহত ব্যক্তিকে হাসপাতালে আনেন। তার ওই জায়গায় ৫-৭টি সেলাই লেগেছে। রাতে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। সকালে কোথায় গেছেন তা বলতে পারব না।”

লোহাগড়া থানার ওসি শরিফুল ইসলাম বলেন, “অভিযুক্ত রুমা বেগমকে আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকা/শরিফুল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়