ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মাদারীপুরে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত

মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০১, ২৭ জুলাই ২০২৫   আপডেট: ১৪:০২, ২৭ জুলাই ২০২৫
মাদারীপুরে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত

কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীরা

মাদারীপুরের কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের পূর্ব আলীপুর মোল্লারহাট নুরানী হাফিজিয়া মাদরাসায় অনুষ্ঠিত হয়েছে হিফজুল কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা। এতে মাদারীপুর, ফরিদুপর এবং শরীয়পুর জেলার দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। 

শনিবার (২৬ জুলাই) দিনব্যাপী শিক্ষার্থীদের দুই ভাগে বিভক্ত করে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে দুই গ্রুপ থেকে মোট ২০ জনকে স্বর্ণ ও রৌপ্য পদক দেওয়া হয়।

আরো পড়ুন:

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূর্ব এনায়েত নগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নেয়ামুল আকন। প্রধান অতিথি ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাইফ উল-আরেফিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাদারীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. জামান মিয়া এবং পূর্ব এনায়েতনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আ. আজিজ মোল্লা।

প্রতিযোগিতার আয়োজক মাওলানা আব্দুল আলিম জানান, এ ধরনের আয়োজন ভবিষ্যতেও নিয়মিতভাবে করার পরিকল্পনা রয়েছে। 

ঢাকা/বেলাল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়