ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শরীয়তপুরে ‘ডেঙ্গু’ আক্রান্ত কলেজ প্রভাষকের মৃত্যু

শরীয়তপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০২, ২৮ জুলাই ২০২৫   আপডেট: ১৩:১২, ২৮ জুলাই ২০২৫
শরীয়তপুরে ‘ডেঙ্গু’ আক্রান্ত কলেজ প্রভাষকের মৃত্যু

আবু তাহের

শরীয়তপুরের গোসাইরহাটে ‘ডেঙ্গু’ আক্রান্ত হয়ে আবু তাহের (৪২) নামের এক কলেজ প্রভাষকের মৃত্যু হয়েছে। সোমবার (২৮ জুলাই) সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান।

ডেঙ্গুতে আবু তাহেরের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন তার স্ত্রীর বড় ভাই মোস্তাফিজুর রহমান। 

আরো পড়ুন:

আবু তাহের গোসাইরহাটের সরকারি শামসুর রহমান কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক ছিলেন। তিনি একই উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের মলংচড়া এলাকার মৃত সফিজউদ্দিন সরদারের ছেলে। 

পরিবার সূত্রে জানা যায়, আবু তাহের ১৫ দিন আগে জ্বরে আক্রান্ত হন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে পরীক্ষা-নিরীক্ষার পর তার ডেঙ্গু আক্রান্তের বিষয়টি নিশ্চিত হয় পরিবার। সেখানে দুইদিন চিকিৎসা করালেও শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় আবু তাহেরকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে মারা যান তিনি।

আবু তাহেরের স্ত্রীর বড় ভাই মোস্তাফিজুর রহমান বলেন, “আমরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যায়। দীর্ঘদিন চিকিৎসা শেষে আজ তিনি মারা যান। তার তিনটি সন্তান রয়েছে। এমন মৃত্যু মেনে নিতে পারছি না।” 

সরকারি শামসুর রহমান কলেজের অধ্যক্ষ হারুন-অর-রশিদ বলেন, “আবু তাহের একজন ভালো শিক্ষক ছিলেন। সব সময় আমাদের সাথে এবং শিক্ষার্থীদের সঙ্গে হাসিমুখে কথা বলতেন।”

ঢাকা/সাইফুল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়