ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কক্সবাজার সৈকতে স্ত্রীকে মারধরের ভিডিও ভাইরাল, স্বামী আটক

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৭, ২৮ জুলাই ২০২৫  
কক্সবাজার সৈকতে স্ত্রীকে মারধরের ভিডিও ভাইরাল, স্বামী আটক

কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে এক নারীকে প্রকাশ্যে মারধরের ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এক যুবককে আটক করেছে পুলিশ।

রবিবার (২৭ জুলাই) রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এর আগে, গত মঙ্গলবার এ ঘটনা ঘটে। আটককৃতের নাম আবুল বশর (২৬)। তিনি কুমিল্লা সদর দক্ষিণ থানার ভাগালপুর চৌধুরী বাড়ির মৃত সিদ্দিকুর রহমানের ছেলে।

আরো পড়ুন:

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসীম উদ্দিন চৌধুরী বলেন, ‘‘মারধরের ঘটনার ভিডিও ভাইরাল হলে বিষয়টি পুলিশের নজরে আসে। রবিবার দিবাগত রাতে কক্সবাজার সদর মডেল থানার ওসির নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে কক্সবাজার পৌরসভার সুগন্ধা পয়েন্টের ঝাউবাগান এলাকা থেকে ওই ব্যক্তিকে শনাক্ত করে আটক করে। একই সময় নির্যাতনের শিকার নারীকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদে জানা গেছে, অভিযুক্ত ও ভিকটিম পরস্পর স্বামী-স্ত্রী।’’

তিনি আরো বলেন, ‘‘পুলিশের জিজ্ঞাসাবাদে ভুক্তভোগী জানিয়েছেন, আবুল বশর দীর্ঘদিন ধরে যৌতুকের দাবিতে তাকে নির্যাতন করে আসছিল। ঘটনার দিন যৌতুকের দাবিতে তাকে ফের মারধর করা হয়। এ ঘটনায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে।’’

ঢাকা/তারেকুর/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়