ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ম্যানহোলে পড়ে নিখোঁজ নারীর মরদেহ ৩৭ ঘণ্টা পর উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৮, ২৯ জুলাই ২০২৫   আপডেট: ১০:৪৩, ২৯ জুলাই ২০২৫
ম্যানহোলে পড়ে নিখোঁজ নারীর মরদেহ ৩৭ ঘণ্টা পর উদ্ধার

ম্যানহোলে পড়ে নিখোঁজ জ্যোতির মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের ডুবুরি দল

গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে খোলা ম্যানহোলে পড়ে নিখোঁজ সেই নারীর মরদেহ ৩৭ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এর আগে রবিবার রাত ৯টার দিকে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হলেন- চুয়াডাঙ্গা জেলার ৪ নম্বর ওয়ার্ড মসজিদ পাড়ার মৃত ওলিউল্লাহ আহাম্মদ বাবলুর মেয়ে ফারিয়া তাসনিম জ্যোতি (৩০)। তিনি স্থানীয় হোসেন মার্কেট এলাকায় ভাড়া বাসায় থেকে একটি কোম্পানিতে চাকরি করতেন।

মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ৯টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের টঙ্গী ইউনিটের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহিন আলম।

স্থানীয়রা জানান, টানা বৃষ্টির মধ্যে গন্তব্যে ফেরার পথে হোসেন মার্কেট এলাকায় রবিবার রাতে ঢাকা ইমপেরিয়াল হাসপাতালের সামনে খোলা ম্যানহোলে পড়ে যান জ্যোতি। পানির তীব্র স্রোতে তিনি মুহূর্তেই তলিয়ে যান। আশপাশের লোকজন তাকে উদ্ধারে চেষ্টা চালালেও ব্যর্থ হন। 

এরপর থেকে টানা উদ্ধার অভিযান চালিয়ে যান ফায়ার সার্ভিস ও ডুবুরি দল। পরে মঙ্গলবার সকালে গাজীপুরা এলাকায় একটি বিলের মধ্যে কচুরিপানার ভেতর থেকে মরদেহটি উদ্ধার করতে সক্ষম হন তারা।

টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহিন আলম বলেন, “তৃতীয় দিনের মাথায় মরদেহটি আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। আজ সকালে খুঁজতে শুরু করলে বিলের মধ্যে কচুরিপানার মধ্যে লাশটি পেয়েছি।”

ঢাকা/রেজাউল/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়