ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শরীয়তপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক

শরীয়তপুর প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৯, ২৯ জুলাই ২০২৫  
শরীয়তপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক

ছবি: প্রতীকী

শরীয়তপুরের জাজিরায় পারিবারিক কলহের জেরে স্ত্রী সোনাবান বিবিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী করিম মুন্সির বিরুদ্ধে। এ ঘটনায় ঘাতক স্বামীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম। এর আগে গতকাল সোমবার দিনগত রাতে উপজেলার গোপালপুর ইউনিয়নের বড় গোপালপুর এলাকায় এ ঘটনা ঘটে। 

এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, বড় গোপালপুর এলাকার করিম মুন্সী ও সোনাবান বিবির দীর্ঘ ৫০ বছরের সংসার। তাদের সংসারে দুটি ছেলে সন্তান ছিলো। এক বছর আগে তাদের দুজনই রোগে আক্রান্ত হয়ে মারা যায়। এরপর থেকে স্বামী-স্ত্রী দুজনেই মানসিক সমস্যায় ভুগছিলেন। 

গতকাল সোমবার রাতে স্বামী-স্ত্রী দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। সেসময় স্ত্রী সোনাবান বিবিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ ওঠে করিম মুন্সির বিরুদ্ধে। বিষয়টি প্রতিবেশীরা জানতে পেরে পুলিশকে খবর দেয়। পরে জাজিরা থানা পুলিশের নিহতের মরদেহ উদ্ধারের পাশাপাশি ঘাতক স্বামীকে আটক করে।

এ ব্যাপারে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম বলেন, “আমরা খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছি। স্বামীকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকা/আকাশ/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়