ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কুষ্টিয়া প্রেস ক্লাবে বিএনপির অভিযোগ বক্স, যা পাওয়া গেল

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৬, ৩০ জুলাই ২০২৫   আপডেট: ১৯:৪৭, ৩০ জুলাই ২০২৫
কুষ্টিয়া প্রেস ক্লাবে বিএনপির অভিযোগ বক্স, যা পাওয়া গেল

চাঁদাবাজি, দখলদারিত্ব ও অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ জানতে কুষ্টিয়া প্রেস ক্লাবে স্থাপিত জেলা বিএনপির বক্সে অন্তত চারটি অভিযোগ জমা পড়েছে গত এক সপ্তাহে। 

বুধবার (৩০ জুলাই) দুপুরে গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে প্রকাশ্যে বক্সটি খুলে অভিযোগ পড়ে শোনান কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার।

আরো পড়ুন:

গুরুত্বপূর্ণ অভিযোগের মধ্যে ছিল- কুষ্টিয়া শহরের বড়বাজার ট্রাক শ্রমিক অফিস থেকে জোরপূর্বক চাঁদা আদায়। লালন একাডেমির সাপ্তাহিক সেবার নামে অনিয়ম, দুর্নীতি প্রতারণার সিন্ডিকেট চক্রের বিরুদ্ধে আবেদন। জিয়ারখী ইউনিয়নের মঠপাড়া মাঠের মধ্যে হত্যাকাণ্ডের বিচার চেয়ে আবেদন, বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নাম ভাঙিয়ে শহরের ধোপাপাড়া, মধ্য মিলপাড়া কলোনীতে চাঁদা দাবির অভিযোগ সাজু বাহিনীর বিরুদ্ধে।

চিঠিপাঠ শেষে জাকির হোসেন সরকার বলেন, “মানুষ অভিযোগ জানাতে শুরু করেছেন। আমরা দ্রুতই অভিযোগগুলোর বিষয়ে যথাযথ ব্যবস্থা নেব। প্রাপ্ত অভিযোগের বিষয়ে আমরা কী ব্যবস্থা নিচ্ছি, তা গণমাধ্যম কর্মীদের অবহিত করা হবে। যেগুলো আইনি বিষয়, সেটা আদালত কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দেখবে।”

বক্স খুলে চিঠি পড়ার সময় কুষ্টিয়া প্রেস ক্লাবের সভাপতি আল মামুন সাগর, সেক্রেটারি আবু মনি জুবায়েদ রিপন, সিনিয়র সভাপতি  সাংবাদিক লুৎফর রহমান কুমার, কোষাধ্যক্ষ এম লিটন-উজ-জামান, দপ্তর সম্পাদক মোকাদ্দাস হোসেন সেলিমসহ গণমাধ্যম কর্মীদের অনেকেই উপস্থিত ছিলেন। 

গত ২১ জুলাই কুষ্টিয়ায় দলীয় নেতাকর্মীদের বিভিন্ন অনিয়ম-দুর্নীতি, চাঁদাবাজী, দখলবাজী ও সন্ত্রাসী কার্যকলাপের বিষয়ে জানতে ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অভিযোগ বক্স স্থাপন করে জেলা বিএনপি। কুষ্টিয়া প্রেস ক্লাবের নিচে ফটকের পাশে এটি স্থাপন করেন বিএনপির কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক কুতুব উদ্দীন আহমেদ ও সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার। 

ঢাকা/কাঞ্চন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়