ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গাইবান্ধায় বাড়িতে ঢুকে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি

গাইবান্ধা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫১, ৩০ জুলাই ২০২৫  
গাইবান্ধায় বাড়িতে ঢুকে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি

গাইবান্ধার সাদুল্লাপুরে বাড়িতে ঢুকে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৯ জুলাই) দিবাগত রাতে উপজেলার ইদিলপুর ইউনিয়নের ইদিলপুর গ্রামের মৃত রাখাল চন্দ্র সরকারের ছেলে মানিক চন্দ্র সরকারের বাড়িতে এ ঘটনা ঘটে।

মানিক চন্দ্র সরকার পার্শ্ববর্তী পলাশবাড়ী উপজেলা সদরের একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক। সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজউদ্দীন খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

ভুক্তভোগী পরিবারের সদস্যরা অভিযোগ করেন, গভীর রাতে ৭ থেকে ৮ জন মুখে কাপড় বাঁধা অস্ত্রধারী বাড়িতে ঢুকে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে ঘরে থাকা আলমারি, ওয়ারড্রব, শোকেস ভেঙে ১০-১৫ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৫০ হাজার টাকা ও একটি মোটরসাইকেল লুট করে নিয়ে যায়। যাওয়ার সময় এ ঘটনায় মামলা না করার জন্য হুমকি দিয়ে গেছে ডাকাতদল।

ওসি তাজউদ্দীন খন্দকার বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। মামলা কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

ঢাকা/মাসুম/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়