‘পিআর নয়, গতানুগতিক যে পদ্ধতিতে মানুষ অভ্যস্ত আমরা সেটা চাই’
টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ‘‘আমরা সব সময় এক কথার মধ্যে রয়েছি। পিআর পদ্ধতি নয়, গতানুগতিক যে পদ্ধতিতে মানুষ অভ্যস্ত আমরা সেটা চাই।’’
তিনি বলেন, ‘‘যে এলাকার নেতা, ওই এলাকার লোকজন তাকে ভোট দিয়ে নির্বাচিত করবে। এটাই স্বাভাবিক নিয়ম। এ সময় যারা নিয়মের ব্যত্যয়ের কথা বলে, তাদের মধ্যে নির্বাচন নিয়ে একটি ষড়যন্ত্র রয়েছে।’’
শুক্রবার (১ আগস্ট) টাঙ্গাইল শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক অনুষ্ঠানে সালাউদ্দিন টুকু এসব কথা বলেন।
তিনি বলেন, ‘‘এ দেশের মানুষ তাদের ভোটের অধিকার চায়। ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালে মানুষ ভোট দিতে পারেনি। মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা আন্দোলন করেছি। আমরা ক্ষমতায় যাব এ কথা বলি না, আমরা মানুষের ভোটের অধিকার ফেরত দিতে চাই। মানুষ তার প্রতিনিধি নির্বাচন করবে। দেশের মানুষ হচ্ছে এই দেশের মালিক। জনগণই ঠিক করবে-কে এই দেশ পরিচালনা করবে।’’
দ্যা ডেইলি স্টারের স্টাফ রিপোর্টার মির্জা শাকিলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দ্যা প্রেসিডেন্ট ইউনিভার্সিটির প্রফেসর জুলফিকার আলী, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু প্রমুখ।
ঢাকা/কাওছার/রাজীব