‘সমন্বয়ক’ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে যুবক গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
সোহেল রানা
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে সোহেল রানা (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে পৌর এলাকার স্বরূপনগর মহল্লা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (১ আগস্ট) চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মতিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার সোহেল রানা চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নয়াগোলা মহল্লার মৃত শরিফুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে সোহেল রানাসহ আরো তিনজন বৃহস্পতিবার রাতে লিয়াকত আলীর বাড়িতে যান। ওই বাড়িতে বাল্যবিয়ে হচ্ছে এমন অভিযোগ তুলে তারা চাঁদা দাবি করেন। বাড়ির লোকজন অভিযোগ অস্বীকার করে চাঁদা দিতে অস্বীকার করেন। এসময় অভিযুক্তরা নারীদের গলা থেকে দুইটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়।
বাড়ির লোকজনের চিৎকারে সোহেলের সহযোগিরা পালিয়ে যান। এ সময় এলাকাবাসী সমন্বয়ক পরিচয় দেওয়া সোহেলকে ধরে গণপিটুনি দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।
ভুক্তভোগী লিয়াকত আলী বলেন, ‘শুক্রবার আমার মেয়েকে ছেলে পক্ষ দেখতে আসবে। তার আগের রাতেই কয়েকজন যুবক বাল্যবিয়ের অভিযোগ তুলে চাঁদা দাবি করে। তারা জোর করে বাড়িতে ঢুকে অপ্রীতিকর আচরণ করে।”
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মতিউর রহমান বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে বাড়িতে ঢুকে চাঁদা দাবি ও ছিনতাইয়ের ঘটনায় সোহেলসহ চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
ঢাকা/মেহেদী/মাসুদ