ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চিকিৎসককে মারধর, স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গ্রেপ্তার ১০ 

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫২, ১ আগস্ট ২০২৫  
চিকিৎসককে মারধর, স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গ্রেপ্তার ১০ 

পাঞ্জাবি ও চশমা পরিহিত আব্দুল্লাহ আল মামুন

দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মশিউর রহমানকে মারধরের ঘটনায় পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুনসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী চিকিৎসক বাদী হয়ে মামলা করেছেন। 

শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুরের পুলিশ সুপার (এসপি) মো. মারুফাত হুসাইন। 

আরো পড়ুন:

আরো পড়ুন: চিকিৎসককে মারধর করায় স্বেচ্ছাসেবক দলের নেতা বহিষ্কার

তিনি জানান, বৃহস্পতিবার (৩১ জুলাই) হাকিমপুর হাসপাতালে হামলার ঘটনায় আজ বিকেলে আব্দুল্লাহ আল মামুনসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।” 

আরো পড়ুন: চিকিৎসককে মারধর করলেন স্বেচ্ছাসেবক দলের নেতা

বৃহস্পতিবার দুপুরে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মশিউর রহমানের ওপর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে ১০-১২ জন আক্রমণ করেন। এসময় তাকে মারধরের পাশাপাশি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে।

এ ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের জেলা কমিটি পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুনের সব সাংগঠনিক পদ স্থগিত করে।

ঢাকা/মোসলেম/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়