ঢাকা     মঙ্গলবার   ০৯ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পদ্মা সেতুর ঢালে বাসের ধাক্কায় দুজন নিহত

শরীয়তপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৮, ৩ আগস্ট ২০২৫  
পদ্মা সেতুর ঢালে বাসের ধাক্কায় দুজন নিহত

শরীয়তপুরের জাজিরা প্রান্তে পদ্মা সেতুর ঢালে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী প্রাণ হারিয়েছেন।

শনিবার (২ আগস্ট) রাত ১০টা ১৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের লাশ উদ্ধার করেছে পুলিশ।

আরো পড়ুন:

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, রাত ১০টা ১৫ মিনিটে ঢাকা মেট্রো-ল ৩৮-৫৪২৫ নাম্বারের একটি মোটরসাইকেল জাজিরার পদ্মা সেতু সার্ভিস এরিয়া থেকে এক্সপ্রেসওয়েতে ওঠার সময় সেতু পার হয়ে আসা একটি বাস পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন। পদ্মা সেতু দক্ষিণ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। 

নিহতদের মধ্যে একজনের সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্রের ভিত্তিতে তার পরিচয় শনাক্ত করা গেছে। তিনি মোহাম্মদ আলী অন্তু, সাভারের হেমায়েতপুর এলাকার মো. গোলাম কিবরিয়ার ছেলে। অপর নিহত ব্যক্তির পরিচয় এখনো পাওয়া যায়নি। 

এ বিষয়ে পদ্মা সেতু দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নকিব আকরাম হোসেন বলেছেন, “আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে শিবচর হাইওয়ে থানাকে অবগত করেছি। তারা এসে লাশ নিয়ে গেছে। মোটরসাইকেলের একজন আরোহীর পরিচয় পাওয়া গেছে। অপরজনের পরিচয় শনাক্তে কাজ চলছে।”

ঢাকা/আকাশ/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়