ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নাটোর চিনিকলে দুর্ধর্ষ ডাকাতি

নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৩, ৩ আগস্ট ২০২৫  
নাটোর চিনিকলে দুর্ধর্ষ ডাকাতি

নাটোর চিনিকলে শনিবার (২ আগস্ট) মধ্যরাতে দুর্ঘর্ষ ডাকাতি হয়েছে। নিরাপত্তারক্ষীদের বেঁধে রেখে মালামাল লুট করেছে ডাকাতরা।

কাতরা কী পরিমাণ মালামাল লুট করেছে, তা এখনো জানা যায়নি। এ ঘটনায় তদন্ত চলছে।

নাটোর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আখলাছুর রহমান বলেছেন, শনিবার রাতে নাটোর চিনিকলের নিরাপত্তার দায়িত্বে থাকা রক্ষীদের বেঁধে রেখে মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতদল। কী পরিমাণ মালামাল লুট হয়েছে, তা নির্ণয়ে তদন্ত করা হচ্ছে। তদন্তের পর সঠিক হিসাব দিতে পারব।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান জানিয়েছেন, চিনিকলে ডাকাতির বিষয়ে জানার পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত চলছে। এ কাজে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

ঢাকা/আরিফুল/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়