শরীয়তপুরে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১
শরীয়তপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
শরীয়তপুর সদর উপজেলায় এক শিশুকে ধর্ষণের অভিযোগে জামাল মাদবর (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২ আগস্ট) তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে, গত মঙ্গলবার শিশুটিকে ধর্ষণ করা হয় অভিযোগ করে বুধবার ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মামলা করেন। জামাল মাদবর উপজেলার চিকন্দি ইউনিয়নের বড় সন্দীপ এলাকার জব্বার মাদবরের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় শিশুটি তার নানার বাড়ির কাছে একটি দোকানে চকলেট ও বিস্কুট কিনতে যায়। এ সময় দোকান বন্ধ ছিল। পরে সেখানে থাকা জামাল মাদবর আত্মীয়ের পরিচয় দিয়ে শিশুটিকে চকলেট খাওয়ানোর কথা বলে বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করেন।
পালং মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, ‘‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ধর্ষণের বিষয়টি স্বীকার করেছেন। তাকে আদালতে পাঠানো হয়েছে। একইসঙ্গে ভুক্তভোগী শিশুটি অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’’
ঢাকা/আকাশ/রাজীব