ঢাকা     মঙ্গলবার   ০৯ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খুলনায় ঘের ব্যবসায়ীকে গলাকেটে  হত্যা, যুবককে গুলি

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৫, ৪ আগস্ট ২০২৫   আপডেট: ০৮:৫৯, ৪ আগস্ট ২০২৫
খুলনায় ঘের ব্যবসায়ীকে গলাকেটে  হত্যা, যুবককে গুলি

ফাইল ফটো

খুলনায় আল আমিন নামে এক যুবককে গলাকেটে হত্যা করেছে সন্ত্রাসীরা। রবিবার (৩ জুলাই) রাত ৯টার দিকে নগরীর দৌলতপুরের মহেশ্বরপাশা বণিকপাড়া খানাবাড়ি রাস্তা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ ।

আল আমিন দৌলতপুর মহেশ্বরপাশা দিঘীর পূর্বপাড় এলাকার সাহেদ আলীর ছেলে। তিনি পেশায় ঘের ব্যবসায়ী।

আরো পড়ুন:

এদিকে, নগরীর কাস্টমঘাট এলাকায় সন্ত্রাসীদের ছোড়া গুলিতে সোহেল নামে এক ব্যক্তি আহত হয়েছেন। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, গুলিবিদ্ধ ব্যক্তি একটি সন্ত্রাসী গ্রুপের সদস্য। তার বিরুদ্ধে চারটি মামলা রয়েছে।

দৌলতপুর থানার ওসি (তদন্ত) জাহিদুল ইসলাম বলেন, “কালো রঙের একটি পালসার মোটরসাইকেলসহ গলাকাটা এক যুবকের মরদেহ মহেশ্বরপাশা বণিকপাড়া খানাবাড়ির সামনে পড়ে আছে, এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। কে বা কারা ওই যুবককে হত্যা করেছে তা কেউ বলতে পারছে না।”

তিনি আরো বলেন, “ধারলো অস্ত্র দিয়ে ওই যুবকের গলাকাটা হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আশপাশের সিসি ফুটেজ নেওয়া হয়েছে। হত্যাকাণ্ডের পর ওই এলাকার কেউ মুখ খুলছেন না।” 

অপরদিকে, খুলনা নগরীতে সন্ত্রাসীদের গুলিতে সোহেল (২৮) নামে এক যুবক আহত হয়েছেন। রবিবার রাত পৌনে ৮ টার দিকে ২ নম্বর  কাস্টমঘাট এলাকার একটি সেলুনের সামনে ঘটনাটি ঘটে। স্থানীয়রা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

খুলনা সদর থানার ওসি হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, “সোহেল ২ নম্বর কাস্টমঘাট এলাকার নিজ বাড়ি থেকে বেরিয়ে একটি সেলুনের সামনে অবস্থান করছিল। এ সময়ে ৪-৫ টি মোটরসাইকেলে আসা মুখ বাঁধা ও হেলমেট পরিহিত কয়েকজন সন্ত্রাসী সোহেলকে লক্ষ্য করে গুলি চালায়।

একটি গুলি তার পেটে বিদ্ধ হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সোহেলের বিরুদ্ধে খুলনা সদর থানায় মাদক আইনে চারটি মামলা রয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মো. আবু তারেক (দক্ষিণ) বলেন, “আহত সোহেল স্থানীয় একটি সন্ত্রাসী গ্রুপের সদস্য। মাদক এবং টাকার লেনদেন নিয়ে ঘটনাটি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।”

ঢাকা/নূরুজ্জামান/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়