ঢাকা     মঙ্গলবার   ০৯ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মাদারীপুরে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫০, ৪ আগস্ট ২০২৫   আপডেট: ১০:০৪, ৪ আগস্ট ২০২৫
মাদারীপুরে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

শাজাহান মোল্লা

মাদারীপুরের রাজৈর উপজেলার পাইকপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাজাহান মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৩ আগস্ট) সন্ধ্যার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

রাজৈর থানার ওসি মো. মাসুদ খান জানান, চেয়ারম্যান শাজাহান মোল্লা একটি মামলার এজাহারভুক্ত আসামি। সোমবার (৪ আগস্ট) সকালে তাকে মাদারীপুর আদালতে পাঠানো হয়েছে।

আরো পড়ুন:

গ্রেপ্তার শাজাহান মোল্লা ইউনিয়নের নরারকান্দি গ্রামের মৃত মহসিন মোল্লার ছেলে। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পাইকপাড়া ইউনিয়নের সভাপতি। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ২০২৪ সালের ২৪ নভেম্বর বোমা বিস্ফোরণ, বিএনপির দলীয় গেট ভাঙচুর ও লুটপাটের অভিযোগে রাজৈর থানায় একটি মামলা করেন উপজেলার পাঠানকান্দী গ্রামের শাহ আলম শেখ ওরফে কোব্বাস শেখ নামে এক বিএনপি কর্মী। ওই মামলায় শাজাহান মোল্লাকে আসামি করা হয়।

ঢাকা/বেলাল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়